ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৫ ছাত্রী হলে ঢাবি ছাত্রলীগের কমিটি ঘোষণা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৩
৫ ছাত্রী হলে ঢাবি ছাত্রলীগের কমিটি ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়: ১১টি ছাত্র হলের কমিটি গঠনের প্রায় ৮ মাস পর বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পাঁচটি ছাত্রী হলের কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার বিকেলে ছাত্রলীগ ঢাবি শাখার সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক ওমর শরীফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



নবগঠিত হল কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা হলেন- শামসুন নাহার হলের সভাপতি নিশিতা ইকবাল নদী, সাধারণ সম্পাদক রওশন আরা নিতুল; বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের সভাপতি খাদিজাতুল কোবরা, সাধারণ সম্পাদক শেখ মারুফা নাবিলা; কুয়েত মৈত্রী হলের সভাপতি আজমিরা বিনতে জামান নিলা, সাধারণ সম্পাদক লিসা চ্যামবুগং; রোকেয়া হলের সভাপতি নুসরাত জাহান নুপুর, সাধারণ সম্পাদক ইসাতে কাসফিয়া ইলা; সুফিয়া কামাল হলের সভাপতি খালেদা হোসাইন মুন ও সাধারণ সম্পাদক তিলোত্তমা সিকদার।

শেখ হাসিনার নেতৃত্বে একটি স‍ুন্দর বাংলাদেশ গঠনে দলের একজন কর্মী হিসেবে কার্যকরী ভূমিকা রাখতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন নবনির্বচিত বিভিন্ন হল শাখার ছাত্রলীগের নেত্রীরা।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ডিমেম্বর ১৮, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।