ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় যদি যথাযথভাবে প্রস্তাব দেয় তাহলে শিক্ষা ঋণ প্রবর্তনের মাধ্যমে শিক্ষাখাতে ব্যাংকিং সেক্টর নতুন মাইলফলক সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. আতিউর রহমান।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাবির ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. লুৎফর রহমান সরকারের নামে ‘এল আর সরকার চেয়ার প্রফেসর’র উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন ‘শিক্ষা ঋণ প্রবর্তিত হলে টাকার অভাবে আর কোনো ছেলেমেয়ের লেখাপড়া বন্ধ হবেনা। ’
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে যে ছেলেমেয়েগুলো সুযোগ পায় তার সবাই অসাধারণ মেধাবী। টাকার অভাবে কোনো শিক্ষার্থীকে যেন বিশ্ববিদ্যালয় ছেড়ে যেতে না হয় সে ব্যাপারে সামাজিক দায়বন্ধতার অংশ হিসেবে ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানকে এগিয়ে আসা উচিৎ। ’
গভর্নর আরো বলেন, ‘ব্যাংকগুলো সামাজিক দায়বদ্ধতা আগের থেকে অনেক বাড়িয়েছে। প্রতি বছর শিক্ষাসহ বিভিন্ন সামাজিক উন্নয়নে শত শত কোটি টাকা দিচ্ছে ব্যাংক। রানা প্লাজা ধ্বসের পর ব্যাংকগুলো ১০০ কোটি টাকার তহবিল করে দিয়েছে। ’
সামাজিক দায়বন্ধতার আওতায় ব্যাংগুলো সহযোগিতার হাত যাতে আরো বেশি প্রসারিত করতে পারে সে ব্যাপারে বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে বলেও জানান তিনি।
এ সময় তিনি ব্যাংকিং সেক্টরে ড. লুৎফর রহমানের বিভিন্ন অবদানের কথা বিশেষভাবে স্মরণ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাবি ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ড. লুৎফর রহমানের বর্ণাঢ্য জীবনের প্রতি আলোকপাত করে বলেন, ‘ড. লুৎফর রহমান সরকার ব্যাংকিং সেক্টরে যে অবদান রেখেছেন দেশের উন্নয়নে তরুণদের উন্নয়নে তা বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। ’
ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগের চেয়ারম্যান ও ব্যাবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. শিবলী রুবাইতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান ও এমডি এবং প্রাইম ব্যাংকের এমডি, ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদদীন প্রমুখ।
বাংলাদেশ সময়: ০২৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৩
সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর