রাবি: শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দীর্ঘ দিন বন্ধ থাকার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলো খুলেছে।
অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকার পর রোববার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়া হয়।
সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ক্লাস-পরীক্ষা শুরু হচ্ছে।
সোমবার থেকে ফের আন্দোলনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সান্ধ্য কোর্স বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা।
৩ মার্চ সোমবার বিকেলে এক জরুরি সিন্ডিকেট বৈঠকে ৯ মার্চ আবাসিক সব হল ও ১০ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এর আগে সান্ধ্য কোর্স বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। সেই সমস্যার সুরাহা এখনও হয়নি। বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ সান্ধ্যকোর্স চালু রাখার সিদ্ধান্তে অনড় রয়েছে। অপরদিকে, সান্ধ্য কোর্স বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
২ ফেব্রুয়ারি বর্ধিত ফি প্রত্যাহার ও সান্ধ্য কোর্স বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ছাত্রলীগ হামলা চালায়। এতে ৩০ জন গুলিবিদ্ধসহ শতাধিক শিক্ষার্থী আহত হন। এ ঘটনার পর ওই দিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট জরুরি বৈঠক করে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে।
বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৪