নেত্রকোনা: শিক্ষাই জীবনের মূল, ঝরে পড়া বিরাট ভুল- এ প্রতিপাদ্য নিয়ে নেত্রকোনায় সাত দিনব্যাপী জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু হয়েছে।
রোববার সকালে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে শিক্ষা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. আবুল কালাম আজাদ।
এসময় একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে পাবলিক হল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, সংশ্লিষ্ট কর্মকর্তা ও শুভানুধ্যায়ী অংশগ্রহণ করেন।
জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. আবুল কালাম আজাদ।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ওসমান গণি তালুকদার, পিটিআই ইনস্ট্রাক্টর নারায়ণ চন্দ দেবনাথ।
শিক্ষকরা জাতির প্রাণ উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, শিক্ষার প্রদীপ জ্বেলে শিক্ষকরাই জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে পারে। এজন্যে শিক্ষকদেরও প্রকৃত শিক্ষার অধিকারী হতে হবে। প্রকৃত শিক্ষা ছাড়া জাতীর আদর্শ অগ্রযাত্রা অসম্ভব।
সপ্তাহব্যাপী অনুষ্ঠানের চতুর্থদিন বুধবার জেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বসবে শিক্ষামেলা। দিনব্যাপী এ মেলায় মীনা প্রদর্শনীসহ বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতা ছাড়াও জেলা উপজেলা থেকে বিভিন্ন শিক্ষা উপকরণ নিয়ে স্টল বসবে বলে জানিয়েছেন জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ।
তিনি আরও জানান, ওর্য়াকসপ ও সভা সেমিনার আয়োজনের মধ্যে দিয়ে ১৫ মার্চ শেষ হবে এই শিক্ষা সপ্তাহ।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৪