রাঙামাটি: জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০টায় কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে এসে শেষ হয়।
রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম রিয়াজ উদ্দীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
সভায় বক্তব্য রাখেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইরফান শরীফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ড. মো. মুস্তাফিজুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান, ইউএনডিপি-সিএইচটিডিএফ-রাপাজেপ এর শিক্ষা কর্মকর্তা শ্যামল চাকমা, জেলা পিটিআই এর সুপারিটেনডেন্ট মো. সারোয়ার হোসেন, শিক্ষক রিনা তালুকদার, নজীর আহম্মদ তালুকদার, দীপু শ্রীং লেপচা ও স্বাগত বক্তব্য রাখেন রাঙামাটি সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা।
সভা শেষে যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৪