শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ১৪ নেতাকর্মীর আজীবন বহিষ্কারাদেশের প্রতিবাদ এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সিলেট বিভাগে হরতালের ডাক দিয়েছে শাখা শিবির।
সোমবার দুপুরে সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
আজীবন বহিষ্কারাদেশ প্রত্যাহার না হলে ২০ ও ২১ মার্চ সিলেট বিভাগের চারটি জেলায় হরতাল পালনের ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলন থেকে। এছাড়া একই দাবিতে ১২ ও ১৩ মার্চ ছাত্র ধর্মঘটের যাক দেওয়া হয়।
১৬ মার্চ টি-২০ ম্যাচ, ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম দিবস উপলক্ষে ধর্মঘট স্থগিত থাকবে এবং ১৮ তারিখ থেকে পুনরায় লাগাতার ধর্মঘট বহাল থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে শাখা শিবিরের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুজন স্বাক্ষরিত একটি লিখিত বক্তব্য পাঠ করা হয়।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১৪