ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাশিয়ার সঙ্গে ড্যাফোডিলের শিক্ষা সমঝোতা স্বাক্ষরিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৪
রাশিয়ার সঙ্গে ড্যাফোডিলের শিক্ষা সমঝোতা স্বাক্ষরিত

ঢাকা: রুশ ভাষা শিক্ষা, শিক্ষার্থী বিনিময় ও উচ্চশিক্ষার সুযোগ তৈরীর লক্ষে রাশিয়ান বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্র এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি‘র মধ্যে শনিবার  সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে রাশিয়ান ফেডারেল এজেন্সির (বৈদেশিক বিভাগ) উপ-প্রধান আলেকজান্ডার জি চেসনাকোভ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।



বাংলাদেশে নিযুক্ত রুশ দূতাবাসের সাংস্কৃতিক বিভাগের ফার্স্ট সেক্রেটারি আলেকজান্ডার পি ডেমিন ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডঃ এম লুৎফর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডঃ এম মিজানুর রহমান, বাণিজ্য ও অর্থনীতি অনুষদের ডিন প্রফেসর ডঃ মোঃ জাকির হোসেন, রেজিস্ট্রার প্রফেসর ডঃ প্রকৌশলী এ কে এম  ফজলুল হক, পরিচালক (আন্তর্জাতিক বিষয়ক) প্রফেসর ডঃ মোঃ ফখরে হোসেন, পরিচালক (স্টুডেন্ট অ্যাফেয়ার্স ) সৈয়দ মিজানুর রহমান, সহকারী পরিচালক (জনসংযোগ) মোঃ আনোয়ার হাবিব কাজল এবং রুশ দূতাবাসের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের প্রধান এলিনা নিকোলিচেভ ও সাংস্কৃতিক বিভাগের প্রধান প্রশান্ত কুমার বর্মন।

এই চুক্তির ফলে রাশিয়ান বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্র ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে রাশিয়ার সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য ও ভাষার উপর নিয়মিতভাবে ছবি ও ফিল্ম প্রদর্শনী, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে।

এছাড়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র প্রতিটি শিক্ষার্থীকে রাশিয়ার ইতিহাস ঐতিহ্য, সাহিত্য সংস্কৃতি ও ভাষা শিক্ষা ও জানতে রাশিয়ান বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্রের  লাইব্রেরিতে প্রবেশাধিকার ও ব্যবহারের সুযোগ পাবে।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।