ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়কে সেশনজটমুক্ত রাখার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৪
জাতীয় বিশ্ববিদ্যালয়কে সেশনজটমুক্ত রাখার দাবি

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট, নানা সংকটের নিরসন ও পূর্ণাঙ্গ শিক্ষাক্ষেত্রে রূপান্তরের দাবি জানিয়েছেন বক্তারা।
 
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এ দাবি জানান।


 
প্রায় শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তারা বলেন, জাতীয় মুঞ্জুরি কমিশনের (ইউজিসি) ২০ বছর মেয়েদী কৌশলপত্র বাতিল করতে হবে। সেশনজটের কবলে পড়ে শিক্ষাজীবনে নানা সংকটে জর্জরিত হয়ে আছেন লাখ লাখ শিক্ষার্থীরা।

এ ছাড়াও শ্রেণীকক্ষ সংকট, পর্যাপ্ত শিক্ষকের অভাব, এমনকি নতুন সংস্করণের বইয়েরও অভাব রয়েছে।
 
মানববন্ধনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সহসভাপতি, হাবিব হাসিবুর রহমান, সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক লিটন নন্দী, ঢাকা কলেজের সমন্বয়ক তানভীর আহাম্মেদ, তিতুমীর কলেজের যুগ্ম আহ্বায়ক ইরান মোল্লা প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।