খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান স্কুলে অনুষ্ঠিত হয়েছে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবাগত ছাত্র-ছাত্রীদের পরিচিতিমূলক অনুষ্ঠান।
বুধবার দুপুরে সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।
এ সময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেক বেশী দায়িত্বশীল হতে হবে। তাদের ছাত্রত্বের আভিজাত্যের পরিচয় দিতে হবে এবং দেশ জাতি সমাজ ও সংস্কৃতি অনুধাবন করতে হবে।
তিনি বলেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুক্ত বিহঙ্গের মতো ঘোরাফেরা করা যায়, তাই বলে যা ইচ্ছে তাই করা যায় না।
নবাগত শিক্ষার্থীদের পেছনে তাদের পরিবার ও রাষ্ট্রের ব্যয় নির্বাহের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন পরিবার, সমাজ দেশ ও জাতির কাছে তারা ঋণী। তাই এখান থেকে প্রকৃত জ্ঞান লাভ করে ভবিষ্যত জীবনের সাফল্য অর্জনের মাধ্যমে পেশাগত জীবনে দেশ ও জাতির সেবার মাধ্যমেই সে ঋণ পরিশোধ করতে হবে।
তিনি বলেন, আমরা খুলনা বিশ্ববিদ্যালয়কে এমন বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই যেন এখানে শৃঙ্খলা বোর্ডের সভা করতে না হয়। অর্থাৎ ছাত্ররা শৃঙ্খলার পরিপন্থী কিছু করুক এটা আমাদের কাছে মোটেই প্রত্যাশিত নয়।
তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের যে বিশেষত্ব রয়েছে তা অটুট রাখতে আন্তরিকভাবে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। সামাজিক বিজ্ঞান স্কুলের নানা সংকটের মধ্যেও সময়মত ক্লাশ চালুর উদ্যোগ ও প্রচেষ্টার জন্য সংশ্লিষ্ট স্কুলের ডিন,ডিসিপ্লিন প্রধান ও শিক্ষকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে উপাচার্য বলেন এ স্কুল থেকেই সেই কাংঙ্খিত যাত্রা শুরু হোক।
এর আগে প্রধান অতিথি প্রথাগতভাবে স্কুলের তিনটি ডিসিপ্লিনে ভর্তি হওয়া নবাগত ছাত্র-ছাত্রীদের শপথ বাক্য পাঠ করান। ডিসিপ্লিন তিনটি হচ্ছে ডেভেলপমেন্ট স্টাডিজ, অর্থনীতি ও সমাজ বিজ্ঞান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার খান আতিয়ার রহমান ও ছাত্র বিষয়ক পরিচালক ড. অনির্বাণ মোস্তফা বক্তব্য রাখেন।
এছাড়া রেজিস্ট্রার ড. মোল্লা আমীর হোসেন, লাইব্রেরিয়ান ড. কাজী মোখলেছুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. নজরুল ইসলামও বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মো. আব্দুল জব্বার। ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন পুরাতনদের পক্ষে
অর্থনীতি ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষার্থী তানজিমা খানম এবং নতুনদের পক্ষে এহসান নেওয়াজ। এর আগে উপাচার্য নবাগত ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বিশ্ববিদ্যালয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৪