ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গোপালগঞ্জ প্রযুক্তিতে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৪
গোপালগঞ্জ প্রযুক্তিতে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক্স বিভাগকে প্রকৌশল অনুষদে অন্তর্ভূক্তিকে কেন্দ্র করে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
 
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ক্যাম্পাসে মানববন্ধন ও ক্লাস বর্জন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।


 
শিক্ষার্থীরা জানায়, বিজ্ঞান অনুষদের ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক্স বিভাগকে প্রকৌশল অনুষদে অন্তর্ভূক্তি বাতিলের দাবিতে প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে।

পরে তারা ভিসি প্রফেসর ড. এম খায়রুল আলমের বাসভবন ঘেরাও করে সেখানে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও একাডেমিক কাউন্সিলকে অদক্ষ ও দূর্নীতিগ্রস্ত বলে বিভিন্ন শ্লোগান দেয়।

প্রায় একই সময় বিজ্ঞান অনুষদের ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক্স বিভাগের শিক্ষার্থীরা প্রকৌশল অনুষদে অন্তর্ভূক্তি বহাল রাখার দাবিতে প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করে।

প্রকৌশল অনুষদের শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকৌশল অনুষদের শিক্ষার্থীদের পর্যাপ্ত ল্যাব সুবিধা দিতে পারছেনা। এরপর যদি তারা বিজ্ঞান অনুষদের ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক্স বিভাগকে প্রকৌশল অনুষদে অন্তর্ভূক্ত করে তাহলে শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘœ ঘটবে।
 
ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক্স বিভাগের শিক্ষার্থীদের দাবি, ঢাকা, রাজশাহী, চট্রগ্রাম ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদের ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক্স বিভাগকে প্রকৌশল অনুষদে অন্তর্ভূক্ত করা হয়েছে।

তারা জানান, তাদের প্রকৌশল অনুষদে অন্তর্ভূক্ত না করলে তারা দেশে-বিদেশে বিভিন্ন চাকরিতে আবেদন করতে পারবে না।
 
গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে অন্তর্ভূক্তির বিষয়টি পাশ হয়। এর প্রতিবাদে বুধবার সকাল থেকে প্রকৌশল অনুষদের শিক্ষার্থীর ক্লাস বর্জন করে আন্দোলন শুরু করে।

বাংলাদেশ সময়: ১৮০৬ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।