খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ষষ্ঠ গণিত সম্মেলন ও পঞ্চম বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় খুবির দ্বিতীয় একাডেমিক ভবন অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, সভ্যতার উন্মেষ পর্ব থেকে গণিতের সঙ্গে সম্পর্ক লক্ষ্য করা যায়। জ্যোতির্বিজ্ঞানসহ জ্ঞান-বিজ্ঞানের সকল স্তরের সাথে গণিতের নিবিড় সম্পর্ক রয়েছে। গণিতের সাথে জীবনের সবক্ষেত্র জড়িত। এই বিশ্বমন্ডল চলে নিয়মানুযায়ী, নিয়মানুবর্তীতাই গণিতের প্রধান বিষয়।
তিনি আরও বলেন, রাষ্ট্র-সমাজ ব্যবস্থা থেকে শুরু করে সব ক্ষেত্র যদি গাণিতিক কায়দায় তথা নিয়মানুযায়ী চলতো তবে কোথাও সমস্যা হতো না।
দেশে গণিত শিক্ষার গুরুত্বের কথা তুলে ধরে গণিতসেবীদের কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানান ফায়েক উজ্জামান।
গণিত ফোরাম খুলনা কর্তৃক আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন গণিত ফোরাম খুলনা এর সভাপতি প্রফেসর হারুনুর রশীদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক খুবির গণিত ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গণিত ফোরাম খুলনা এর সাধারণ সম্পাদক সরকারি বি এল কলেজের সহযোগী অধ্যাপক কে এম রব্বানী।
সম্মেলন আয়োজক কমিটির সদস্য সচিব খুবির প্রফেসর ড. মো. হায়দার আলী জানান এ অঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট, স্কুল কলেজের গণিত বিষয়ের দু’শতাধিক শিক্ষকরা সম্মেলনে অংশ নিচ্ছেন।
সম্মেলনের দ্বিতীয় পর্বে ওয়ার্কিং সেশনে গণিতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৪