ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে পান্ডুলিপি বিষয়ক কর্মশালা শুরু

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৪
ঢাবিতে পান্ডুলিপি বিষয়ক কর্মশালা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) গ্রন্থাগারের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সাইবার সেন্টারে দুই দিনব্যাপী পান্ডুলিপি বিষয়ক কর্মশালা শুরু হয়েছে।

কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬টি বিভাগের মোট ৪০জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করছেন।



সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এ কর্মশালার উদ্বোধন করেন।

এ সময় উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩০ হাজার পান্ডুলিপি রয়েছে। এসব পান্ডুলিপি শুধু সংরক্ষণ করলেই চলবে না, গবেষণা ও পাঠের মাধ্যমে এর সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

তিনি প্রাচীন পান্ডুলিপি নিয়ে গবেষণার জন্য দেশের আগ্রহী শিক্ষক, গবেষক ও ছাত্র-ছাত্রীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মানব সভ্যতার উন্নয়নের পেছনে পান্ডুলিপির বিশেষ ভূমিকা রয়েছে। আমি আশা করবো প্রচীন পান্ডুলিপি নিয়ে অনেকেই গবেষণা করতে এগিয়ে আসবেন।

তিনি আশা প্রকাশ করেন গ্রন্থাগারে সংরক্ষিত পান্ডুলিপি পাঠের মাধ্যমে জ্ঞানের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

বিশিষ্ট শিক্ষাবিদ ও পান্ডুলিপি গবেষক অধ্যাপক ড. আবদুল কাইউমের সভাপতিত্বে অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

এছাড়া এতে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক অধ্যাপক ড. এস এম জাবেদ আহমদ।

অনুষ্ঠানে ময়মনসিংহের সৈয়দ নজরুল ইসলাম কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আসিফ মিনহাজ সেতু ৪টি দুর্লভ পান্ডুলিপি ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারকে উপহার দেন।

তার পিতা এসব পান্ডুলিপি সংগ্রহ করেছিলেন।

বাংলাদেশ সময়: ২২৩৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।