নোয়াখালী: জেলা শহরের সঙ্গে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মূল সংযোগ সড়ক সোনাপুর-সুবর্ণচর সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছের শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা ওই সড়কের বড় বড় গর্তে পানি ঢেলে মাছ ছেড়ে প্রতিবাদ জানান।
বুধবার দুপুর দেড়টার দিকে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে নোবিপ্রবির ১৪টি বিভাগের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী সোনাপুর প্রধান সড়কের দুই পাশে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে একাত্মতা পোষণ করে স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন যানবাহন শ্রমিকরাও অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানায়, বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে যাওয়া সোনাপুর-সুবর্ণচর-হাতিয়া সড়কটি যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় প্রায় সময় দুর্ঘটনা ঘটছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়কটির সংস্কারের বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।
সর্বশেষ গত ২৩ মার্চ এলজিইডির প্রধান প্রকৌশলী বরাবর একটি স্মারকলিপি দেওয়া হলে সম্প্রতি সড়ক সংস্কারের টেন্ডার হয়েছে। কিন্তু এখনও দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। ফলে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন তারা।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নোয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এবিএম নাজমুল করিম বাংলানিউজকে জানান, সড়কটি মেরামতের জন্য ইতোমধ্যে টেন্ডার হয়েছে। এক সপ্তাহ পর বলা যাবে কবে থেকে কাজ শুরু হবে।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৪