ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

স্প্যানিশ ভাষা শিক্ষায় ত্রিপক্ষীয় চুক্তি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৪
স্প্যানিশ ভাষা শিক্ষায় ত্রিপক্ষীয় চুক্তি

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইনিস্টিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজ’র ইন্ডিটেক্স চেয়ার অফ স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদন হয়েছে। দেশের তরুণ পররাষ্ট্র সার্ভিস অফিসারদের জন্য স্প্যানিশ ভাষা প্রশিক্ষণে সহযোগিতা স্থাপনই এ চুক্তির লক্ষ্য।



বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার ও অনুবিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়) মুস্তাফা কামাল এবং ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত লুইস টেজেদা চ্যাকনের উপস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন বিভাগের মহাপরিচালক আল্লামা সিদ্দীকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. কামাল উদ্দিন, ইন্ডিটেক্স চেয়ার অফ স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারের চেয়ার কোঅর্ডিনেটর মারিয়া অ্যাম্পেরো পোর্টা রিভাস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।