ঢাকা: সরকারের আধুনিক শিক্ষানীতির ফলে বতর্মানে মাদ্রাসার শিক্ষার্থীরাও মানব সম্পদে পরিণত হচ্ছে। নতুন এই শিক্ষানীতির ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারছে।
শনিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে শিল্প মন্ত্রণালয় আয়োজিত ‘বিশ্ব মেধা সম্পদ দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আমির হোসেন আমু বলেন, মেধা সম্পদ ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না।
তিনি বলেন, দেশের বৃহৎ একটি গোষ্ঠী মাদ্রাসা শিক্ষার মাধ্যমে অন্ধকারে নিমজ্জিত ছিল। কিন্তু বর্তমান সরকারের সঠিক শিক্ষানীতির ফলে তারা আলোর মুখ দেখছে।
বর্তমান শিক্ষানীতির ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা সব ধরনের শিক্ষা গ্রহণ করতে পারছে। এর ফলে তারাও দেশের সম্পদে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেন শিল্পমন্ত্রী।
মন্ত্রী বলেন, একটি দেশের মেধা সম্পদ নষ্ট করতে পারলেই একটি জাতিকে পঙ্গু করা যায়। একাত্তর সালে এ জাতিকে পঙ্গু করতেই পরাজিত শত্রুরা দেশের মেধা সম্পদ নষ্ট করার ষড়যন্ত্র করেছিল।
সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, মেধা সম্পদ রক্ষায় ব্যক্তিগত সচেতনাসহ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দরকার। এছাড়া এ সম্পদ রক্ষায় আইন সংশোধন করে আইনশৃঙ্খলা বাহিনীরও সহযোগিতা দরকার বলে মনে করেন তিনি।
শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈন উদ্দীন আব্দুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ।
বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৪