ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুলনার বি কে স্কুলের শতবর্ষ পূর্তি উৎযাপিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৪
খুলনার বি কে স্কুলের শতবর্ষ পূর্তি উৎযাপিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: বর্ণাঢ্য উৎসবে খুলনার বি কে ইউনিয়ন ইনস্টিটিউশনের শতবর্ষ পূর্তি উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার দিনভর মহানগরীর বেণীবাবু রোডে অবস্থিত স্কুল প্রাঙ্গণে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।



শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিলো-সকাল ৬টা ৪৫ মিনিটে বিদ্যালয় প্রাঙ্গণে আগমন, ৭টায় নিবন্ধিতদের মাঝে ৠালির উপকরণ বিতরণ, সকাল সাড়ে ৭টায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ, ৭টা ৪৫ মিনিটে জাতীয় পতাকা ও বিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশন, ৮টায় স্মৃতিফলক উন্মোচন, ৮টা ১৫ মিনিটে বর্ণাঢ্য ৠালি, ৯টায় সকালের নাস্তা পরিবেশন, ১০টায় অতিথিদের আসন গ্রহণ, আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান, দুপুর ১টায় জোহরের নামাজের বিরতি,  বেলা পৌনে ২টায় মধ্যাহ্ন ভোজ, বিকেল ৩টায় শুভেচ্ছা উপহার ও স্মরণিকা বিতরণ, ৫টায় ৠাফেল ড্র, সাড়ে ৫টায় আইসক্রিম বিতরণ এবং সন্ধ্যা ৬টায় মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন।

এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।

শতবর্ষের এ অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলা বসে।

১৯১৪ সালের এক শুভক্ষণে ঐতিহ্যবাহী বি কে ইউনিয়ন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা লাভ করে।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।