রংপুর: জনসংখ্যার আধিক্যকে জনশক্তিতে পরিণত করতে হলে প্রযুক্তিগতভাবে প্রশিক্ষিত করতে হবে। আর প্রযুক্তির সর্বোচ্চ চর্চার জন্য চলতি বছরই বিশ্ববিদ্যালয়ে ব্রডব্যান্ড কানেকশনসহ ওয়াই-ফাই চালু করা হবে বলে জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এবং আইসিটি ফর গ্রোথ এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স প্রকল্পের আর্থিক সহযোগিতায় অনুষ্ঠিত ওরিন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার সোসাইটির মহাসচিব প্রফেসর ড. কাজী জাহিদ, এলআইসিটি’র কনসালটেন্ট শহিদুল ইসলাম ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ইলিয়াস প্রামানিক।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় দুইশ’ শিক্ষার্থী অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৪