রাজশাহী বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিবিরের হামলায় গুরুতর আহত রাবি ছাত্রলীগের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক টগর মোহাম্মাদ সালেহ ও ছাত্রলীগ কর্মী মাসুদ হোসেনকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে তাদের সেখানে ভর্তি করার পর সার্জারি বিভাগে তাদের অস্ত্রোপচার শুরু হয়।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ওয়ালিদ আহমেদ কমল বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে সকাল সোয়া ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের পাশে ছাত্রলীগ নেতা টগর ও মাসুদের ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে শিবির ক্যাডাররা।
তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচার শেষে উন্নত চিকিৎসার জন্য বেলা সাড়ে ১১টার দিকে তাদের ঢাকায় পাঠানো হয়।
শিবিরের ধারালো অস্ত্রের আঘাতে ছাত্রলীগ নেতা টগরের ডান হাত ও পায়ের রগ কেটে যায় ও মাসুদের ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে রামেকে অস্ত্রোপচার করে মাসুদের বাম পা কেটে ফেলা হয়।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৪