খুলনা: খুলনায় বিশিষ্ট ব্যক্তিবর্গদের সম্মানে নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, খুলনা ক্যাম্পাস অডিটরিয়ামে মাহে রমজান উপলক্ষে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, খুলনা ক্যাম্পাস ইনচার্জ প্রফেসর ড. আনোয়ারুল করীম।
এতে উপস্থিত ছিলেন খুলনা শিপইয়ার্ডের ম্যানেজিং ডিরেক্টর কমোডর ইসরাত আহমেদ, ডেইলি ট্রিবিউন সম্পাদক ফেরদৌস আলী, দৈনিক সময়ের খবরের সম্পাদক কাজী মোতাহার রহমান, দৈনিক তথ্যের সম্পাদক হাবিবুর রহমান, দৈনিক অনির্বান পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আলী আহমেদ, সরকারি পাইওনিয়ার কলেজের অধ্যক্ষ বেগম সুলতানা, পাবলিক কলেজের অধ্যক্ষ লে. কর্নেল কাজী শাহাবুদ্দিন আহমেদ, সরকারী বিএল কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুল মান্নান, খুলনা চেম্বার অব কমার্সের কো-চেয়ারম্যান, নর্দার্ন ইউনিভার্সিটি খুলনা ক্যাম্পাসের ডেপুটি রেজিস্ট্রার প্রফেসর ইমদাদুল হক, প্রিন্সিপাল পিআরও কাজী হুমায়ুন কবির সহ প্রমুখ।
রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনায় প্রধান আলোচক ছিলেন বায়তুল মোকারম মসজিদের ইমাম ও সহকারী অধ্যাপক মাও. মোঃ আজিজুর রহমান।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সহকারী অধ্যাপক রবিউল ইসলাম এ ছাড়া দোয়া মাহফিলে ইউনিভার্সিটির শিক্ষক, কমকর্তা ও কর্মচারী এবং খুলনা মহানগরীর বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, জুলাই ২১, ২০১৪