দুবাই: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ১৮তম দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় একমাত্র বাংলাদেশি হাফেজ মোহাম্মদ এমদাদুল্লাহ তাজুল ইসলাম ষষ্ঠ স্থান অধিকার করেছেন।
দুবাই ইন্টারন্যাশনাল হলি কোরআন অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় সুন্দর কণ্ঠ প্রথম নির্বাচিত হয়েছে নাইজেরিয়ার সুলায়মান আব্দুল কারীম ঈসাহ।
শুক্রবার সুন্দর কণ্ঠ বিভাগে প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় বিভিন্ন দেশের ৮৯ জন প্রতিযোগী অংশ নেয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের উপ শাসক, শায়খ মাকতুম বিন মোহাম্মাদ বিন রাশেদ আল মাকতুম, গ্র্যান্ড ইমাম অধ্যাপক ড. আহমদ আল তায়েব ও আল আজহার আল শরিফ।
হাজার হাজার প্রবাসী বাংলাদেশি ছাড়াও ভারত, পাকিস্তানের বিভিন্ন দেশের নাগরিকসহ অনেক ধর্মপ্রাণ মুসলমান স্থানীয় আরব দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ০৬৪৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৪