ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

উল্লাসে নটরডেমের শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪
উল্লাসে নটরডেমের শিক্ষার্থীরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আনন্দ আর উল্লাসে মেতে উঠেছে রাজধানীর মতিঝিলের নটরডেম কলেজ। কিছুক্ষণ পরে পরে হই-হুল্লোর করে শিক্ষার্থীরা মাতিয়ে রাখছে কলেজ ক্যাম্পাসটি।



বুধবার দুপুর ২টায় মতিঝিলে নটরডেম কলেজে ২০১৪ সালের এইচএসসি ফল প্রকাশের পর এ চিত্র দেখা গেছে।

এবার কলেজটির ২ হাজার ৫৯০ জন পরীক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৪৪ জন। ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের আনন্দ প্রকাশের জন্য চিৎকার ও হই-হুল্লোর করতে দেখা যায়। ফলাফল প্রকাশের পর এক অপরকে আঙুল দিয়ে ‘ভি’ প্রদর্শন করে তাদের অর্জনকে স্বাগত জানাতে দেখা যায়।
 
ক্যাম্পাসে থাকা কয়েকজন শিক্ষার্থী বাংলানিউজকে বলেন, আমরা বিজ্ঞান বিভাগের সবাই পাস করেছি। আমাদের এ কলেজ থেকে বেশিরভাগ ছাত্ররাই জিপিএ-৫ পেয়েছে। আমরা এখন ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।

২০১৪ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় মোট ২ হাজার ৫৯০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন এ কলেজ থেকে। এর মধ্যে মানবিক বিভাগ থেকে ৩৯৩ জন, বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ৪৮৩ জন ও বাণিজ্য বিভাগ থেকে ৭১৪ জন। মোট পাস করেছেন ২ হাজার ৫৮৬ জন। এবার ৪ জন ছাত্র পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন। কলেজটিতে পাসের হার ৯৯ দশমিক ৮৫ শতাংশ।

এবার পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ২ হাজার ৪৪ জন ছাত্রই জিপিএ-৫ পেয়েছেন। মানবিক বিভাগ থেকে ৯৮ জন, বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ৪৪০ জন এবং বাণিজ্য বিভাগ থেকে ৫শ’ ৬ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।