ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পাস শূন্য প্রতিষ্ঠান বেশি যশোরে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪
পাস শূন্য প্রতিষ্ঠান বেশি যশোরে

ঢাকা: সারা দেশের ৭ হাজার ৯৪৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ২৪ টিতে পাসের হার শূন্য। অর্থাৎ এসব প্রতিষ্ঠানের একজন পরীক্ষার্থীও উচ্চ মাধ্যমিকের বাধা পেরোতে পারেনি।

আর এ ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা সবচেয়ে বেশি যশোর বোর্ডে। এ বোর্ডের ৫২৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৮টি থেকে কেউ উত্তীর্ণ হতে পারেননি।

সাধারণ বোর্ডের মধ্যে এরপরে অবস্থান দিনাজপুর বোর্ডের। এখানকার ৫৪১ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭ টি থেকে কোন পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি।

এরপরে অবস্থান বরিশাল ও রাজশাহী বোর্ডের। বরিশাল বোর্ডের ২৭৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ টি থেকে উত্তীর্ণ হতে পারেনি কেউ। রাজশাহী বোর্ডের ৬৬১ টি প্রতিষ্ঠানের ২ টি থেকে পাস করেনি কেউই।

ঢাকা বোর্ড থেকে সবচেয়ে বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে পরীক্ষায়। ৯৬০ টি প্রতিষ্ঠানের মধ্যে শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ১। চট্টগ্রাম বোর্ডে ২০৫ টি প্রতিষ্ঠানের মধ্যে এ সংখ্যা ১।

কুমিল্লা এবং সিলেট শিক্ষা বোর্ডে শূন্য পাশ প্রতিষ্ঠান নেই। কুমিল্লা থেকে ৩১০ টি এবং সিলেট থেকে ২০৩ টি প্রতিষ্ঠান পরীক্ষায় অংশ নেয়।

সাধারণ শিক্ষা বোর্ডের বাইরে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে ২ হাজার ৬৮০ প্রতিষ্ঠান পরীক্ষায় অংশ নেয়। শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ৩ টি। এছাড়াও টেকনিক্যাল

বোর্ডের ১ হাজার ৫৭০ টি প্রতিষ্ঠানের মধ্যে কোনো শূন্য পাস প্রতিষ্ঠান নেই।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ