ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কারিগরি বোর্ডে পাসের হারে উন্নতি নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪
কারিগরি বোর্ডে পাসের হারে উন্নতি নেই

ঢাকা: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে (ভোকেশনাল) উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) পাসের হারে গত চার বছরে তেমন কোনো উন্নতি হয়নি। ২০১১-২০১৩ পর্যন্ত পাসের হার সামান্য বাড়লেও ২০১৪ সালে তা কমেছে।


 
বুধবার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করার পর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এ তালিকা প্রকাশ করা হয়।
 
ফলাফলে দেখা যায়,  এ বছর কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ২ শতাংশ। যা গত বছর ছিল ৮৫ দশমিক ৩ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে দশমিক ০১ শতাংশ।  
 
তবে ২০১১ সালে এ বোর্ডে পাসের হার ছিলো ৮২ দশমিক ৩৪ শতাংশ। ২০১২ সালে তা বেড়ে ৮৪ দশমিক ৩২ এবং ২০১৩ সালে ৮৫ দশমিক ০৩ শতাংশে দাঁড়ায়।
 
কারিগরি শিক্ষা বোর্ডে ছাত্রদের চেয়ে ছাত্রীদের পাসের হার বেশি। এ বছর ৮৩ দশমিক ২৮ শতাংশ ছাত্র এবং ৮৮ দশমিক ৬৯ শতাংশ ছাত্রী পাস করেছে। গত বছর ৮৩ দশমিক ৩৮ শতাংশ ছাত্র এবং ৮৮ দশমিক ৩৬ শতাংশ ছাত্রী উত্তীর্ণ হয়েছিল।
 
এবার কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১ লাখ ৪ হাজার ৫৮৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৭০ হাজার ৮৬০ জন এবং ছাত্রীর সংখ্যা ৩৩ হাজার ৭২৭ জন।
 
এছাড়া মোট উত্তীর্ণ হয়েছে মোট ৮৮ হাজার ৯২৫ জন। এর মধ্যে ৫৯ হাজার ১১ জন ছাত্র এবং ২৯ হাজার ৯১৪ জন ছাত্রী।
 
অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ব্যবসায় প্রশাসন, ডিপ্লোমা ইন কমার্স এবং ভোকেশনাল ক্যাটাগরিতে পরীক্ষা হয়েছে। এর মধ্যে ব্যবসায় প্রশাসন ক্যাটাগরিতে পাসের হার ৮৬ দশমিক ৯৬ শতাংশ, ডিপ্লোমা ইন কমার্স ক্যাটাগরিতে ৮৭ দশমিক ৯৪ শতাংশ এবং ভোকেশনাল ক্যাটাগরিতে ৬৫ দশমিক ২৯ শতাংশ।
 
ব্যবসায় প্রশাসন ক্যাটাগরিতে অংশ নেওয়া মোট ৯৪ হাজার ৮৪২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮২ হাজার ৪৭৮ জন, ডিপ্লোমা ইন কমার্স ক্যাটাগরিতে অংশ নেওয়া ৩৭৩ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩২৮ জন এবং ভোকেশনাল ক্যাটাগরিতে অংশ নেওয়া ৯ হাজার ৩৭২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬ হাজার ১১৯ জন।
 
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্ট, আগস্ট ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।