ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জমে উঠেছে নতুন গড়ে ওঠা শেকৃবি মার্কেট

শেকৃবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৪
জমে উঠেছে নতুন গড়ে ওঠা শেকৃবি মার্কেট

ঢাকা: দক্ষিণ-পূর্ব এশিয়ার কৃষি শিক্ষার সর্বপ্রাচীন বিদ্যাপীঠ রাজধানীর বুকে অবস্থিত ৮৬ একর আয়তনের শেকৃবিতে  কিছু দিন আগেও ছিলনা ভাল কোন মার্কেট।

মার্কেট বলতে বোঝানো হতো জরাজীর্ণ শহীদ পারভেজ মার্কেটকে ।

যেখানে সর্বসাকুল্যে ৩টি দোকান থাকায়, তা বিশ্ববিদ্যালয়ের সকল প্রয়োজন পূরণ করতে অনেকটাই ব্যর্থ ছিল। এই জন্যে বেশির ভাগ সময়ই শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাসকারী অন্যান্যদের কেনাকাটার জন্য আগারগাঁও কিংবা কৃষিমার্কেট যেতে হতো। এ সব প্রয়োজনের কথা চিন্তা করেই চলতি বছরের ৩০ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের প্রথম গেটের পাশে যাত্রা আরম্ভ করে একটি মার্কেট যার নাম দেওয়া হয় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় মার্কেট সংক্ষেপে শেকৃবি মার্কেট।

এখানে ছোট বড় মিলিয়ে মোট ৩৬টি দোকান রয়েছে । সকাল ৮ টা থেকে শুরু করে রাত ১০ টা পর্যন্ত খোলা থাকে মার্কেটটি। এতে চাল, ডাল, তেল , মাছ, মাংস, শাকসবজীর মত নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি থেকে শুরু করে রয়েছে ঔষধ, সেলুন, ফটোস্ট্যাট, কসমেটিকস ,টি স্টল  ও ফাস্টফুডের দোকান।

মার্কেটের বড় আকর্ষণের জায়গায় রয়েছে মিনা বজার মাল্টি শপ। যেখানে রয়েছে প্রয়োজনীয় সব কিছু একসাথে। মার্কেট শুরুর প্রথম দিকে ক্যাম্পাস বন্ধ থাকায় তেমনভাবে জমে না উঠলেও ক্যাম্পাস খোলার পর তা আস্তে আস্তে জমে উঠতে শুরু করেছে। ক্রেতা সংখ্যার পাশাপাশি বেড়েছে বেচাকেনা । প্রথম দিকে দোকানদাররা অনেক চিন্তিত থাকলেও বেচাকেনা বাড়ার সাথে সাথে তারা নিশ্চিন্ত হতে শুরু করেছে। এমনটিই বলছিলেন বায়েজিদ ডিপার্টমেন্টাল স্টোরের মালিক মো. খোরশেদ ইসলাম । তিনি বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারী । কথা হয় মিনাবাজার মাল্টি শপের শপের এক কর্মচারীর সাথে।

তিনি বলেন ‘আমি আশাবাদী যে সময় বাড়ার সাথে সাথে বেচাকেনা আরও বাড়াবে। পাশাপাশি  নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও পানির জন্য সন্তুষ্টিও প্রকাশ করেন তিনি।

মার্কেটে শাকসবজি কিনছিলেন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী মারুফা। তিনি বলেন, আগে বাজার করতে আগারগাঁও বাজারে যেতে হতো। কিন্তু এখন ক্যাম্পাসের মধ্যে মার্কেট থাকায় আর কষ্ট করে বাইরে যাওয়া লাগে না।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।