সাভার (ঢাকা): সাভারে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সনদ প্রদান করেছে থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশন। রোববার দুপুরে থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলানায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজিত বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে, আর এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের অধীনস্থ সাভার ও ধামরাই উপজেলার মোট ৭২টি কিন্ডারগার্টেনের ১৫শ’ শিক্ষার্থীর মধ্যে বৃত্তিপ্রাপ্ত ৬৯০জন কৃতী শিক্ষার্থীর মাঝে বৃত্তি ও সনদপত্র বিতরন করা হয়। নিজ নিজ বিদ্যালয়ের পক্ষে স্কুলের প্রধান শিক্ষকগন শিক্ষার্থীদের সাথে নিয়ে এ বৃত্তি ও সনদপত্র গ্রহণ করেন।
অনুষ্ঠানে সাভার থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও বিশ্বব্যাংক প্রকল্পের পরামর্শক আলহাজ্ব ড. এস এম আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভারের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কফিল উদ্দিন, বিশিষ্ট শিক্ষানুরাগী সালাউদ্দিন খান নঈম, আলহাজ্ব আমজাদ হোসেনসহ আরও অনেকে।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৪