ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ বিষয়ক শিল্পকলা প্রদর্শনী

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৪
রাবিতে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ বিষয়ক শিল্পকলা প্রদর্শনী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ বিষয়ক তিন দিনব্যাপী শিল্পকলা প্রদর্শনী শুরু হয়েছে।

জাতীয় শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।



বিভাগের সভাপতি অধ্যাপক আবদুল মতিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন মাতিন, প্রক্টর অধ্যাপক ড. তারিকুল হাসান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. ইলিয়াছ হোসেন, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার ফরহাদ হোসেন। পরে অতিথিরা প্রদর্শনী ঘুরে দেখেন।

প্রতিদিন সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। ২০ আগস্ট প্রদর্শনী শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।