ঢাকা: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে।
আবেদন প্রক্রিয়া চলবে ৩০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত।
সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. শাদাত উল্লাহ’র সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ভর্তি পরীক্ষার আবেদন ফি ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ভর্তিচ্ছুরা অনলাইনের মাধ্যমে যেকোনো সময়, এমনকি বন্ধের দিনেও আবেদন করতে পারবেন।
ভর্তি পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের আবেদন অনলাইনে পূরণ করে, ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের মোবাইল ব্যাংকিং ও জেনারেল ব্যাংকিং এর মাধ্যমে ফি জমা দিতে হবে। ফরম পূরণের সময় আপলোড করতে হবে প্রার্থীর একটি পাসপোর্ট আকারের রঙিন ছবি।
৩টি অনুষদে মোট আসন সংখ্যা ৫০০। কৃষি অনুষদে ৩৫০, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদে ৭৫ এবং এনিম্যাল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদ ৭৫টি আসন রয়েছে। আবেদনকারীর এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল মিলে কমপক্ষে জিপিএ সাত থাকতে হবে।
ভর্তি বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.sau.edu.bd) থেকে বিস্তারিত জানা যাবে। এছাড়া ডিন কার্যালয় থেকেও জানা যাবে ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৪