ঢাকা: ‘শৃঙ্খল মুক্তির মন্ত্রে, গড়ি নতুন প্রাণের বন্ধন’ স্লোগান নিয়ে আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে কিউট-বিএফডিএফ আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা।
এটি রাজশাহী ও রংপুর বিভাগের সবচেয়ে বড় এবং দেশের অন্যতম বড় আন্তঃবিশ্ববিদ্যালয় বাংলা বিতর্ক প্রতিযোগিতা হিসেবে বিবেচিত।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, নর্থ-সাউথ ইউনিভার্সিট, ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিট, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড সায়েন্সসহ দেশের মোট ৩২ সরকারি-বেসরকারি ও মেডিকেল কলেজ অংশ নেবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্ট্যাডিজ ফ্যাকাল্টি ডিবেট ফোরামের (বিএফডিএফ) আয়োজনে এর পৃষ্ঠপোষকতা করছে প্রসাধনী প্রস্তুতকারণ কোম্পানি কিউট। এছাড়া কারিগরি সহযোগিতা দিচ্ছে বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ)।
মিডিয়া পার্টনার হিসেবে থাকছে অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম, দৈনিক কালের কণ্ঠ, ঢাকা ট্রিবিউন, যমুনা টেলিভিশন, সোনারদেশ ও রেডিও পদ্মা।
রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন – ০১৭২৩৫৮০২৪৪, ০১৭৯৫৩৫৯২২১
অথবা বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন এই ঠিকানায়:
https://docs.google.com/forms/d/1VIXBSaXw3JrWdyKaboLNzUtBRyNwcUB6dujL-2CARN4/viewform
বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৪