ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৬ দফা দাবিতে পরীক্ষা বর্জন ও মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৪
৬ দফা দাবিতে পরীক্ষা বর্জন ও মানববন্ধন

রংপুর: দ্রুত ল্যাব স্থাপন, লাইব্রেরি ও শিক্ষক সংকট সমাধানসহ ৬ দফা দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ পালন করেছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের(বেরোবি) ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকালে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের সামনে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে শিক্ষার্থীরা।



শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, বিভাগটি প্রতিষ্ঠার তিন বছরেও কোনো ল্যাব প্রতিষ্ঠিত না হাওয়ায় তাদের শিক্ষাজীবন হুমকির মুখে পড়েছে।

শিক্ষার্থীরা জানান, মাত্র চার জন শিক্ষক দিয়ে তাদের বিভাগটি পরিচালিত হচ্ছে। আর লাইব্রেরি না থাকায় প্রতিনিয়ত শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। আর সে কারণে বিভাগটিতে সেশন জট প্রকট আকার ধারন করেছে।

সমস্যা সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে একাধিকবার আবেদন করেও এর কোনো সমাধান দিতে পারেন নি তারা।

শিক্ষার্থীরা তাদের সমস্যা সমাধানের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

শিক্ষার্থী আক্তারুজ্জামান বলেন, আমরা এখনো দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সিমেস্টারে কিন্তু আমাদের সঙ্গে অন্য বিভাগে যারা ভর্তি হয়েছে তারা এখন তৃতীয় বর্ষ তৃতীয় সিমেস্টারে।

আমাদের এ সেশন জটের মূল কারণ হচ্ছে নিজেস্ব ল্যাব না থাকা। এতো দিন আম‍াদের অন্য বিভাগে গিয়ে কাজ করতে হতো। কিন্তু এখন তা সম্ভব নয়।

এ বিষয়ে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের প্রভাষক ফেরদৌস রহমান জানান, সেশনজটের ভয়ে সিট সংখ্যা ৬০ থেকে কমিয়ে ৪৫ করা হয়েছে।

তারপরও ল্যাবের ব্যবস্থা না থাকায় সেশনজট থেকে আমরা বের হতে পারছি না।  

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।