ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষা প্রতিষ্ঠানে কর্মচারী সদস্য পদ বাস্তবায়নের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৪
শিক্ষা প্রতিষ্ঠানে কর্মচারী সদস্য পদ বাস্তবায়নের দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের ব্যবস্থাপনা কমিটি ও গভর্নিং বডিতে সদস্য পদ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য পরিষদ।

শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।



মানববন্ধন চলাকালে সংগঠনের মহাসচিব আজিজুল হক রাজার সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, মহাসচিব জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম প্রমুখ।

বক্তরা বলেন, চাকরি বিধিমালা-২০১২ শিক্ষা ও আইন মন্ত্রণালয় যাচাই-বাছাই করার পর শিক্ষা মন্ত্রণালয় থেকে গেজেট আকারে প্রকাশ করা হয়। কিন্ত নির্বাচিত সদস্য কর্মচারীদের তালিকা বিভিন্ন বোর্ড ও বিশ্ববিদ্যালয়ে পাঠানো হলেও তার অনুমোদন দেওয়া হচ্ছে না।

অবিলম্বে অনুমোদন না দিলে কঠোর আন্দোলন করার হুমকি দেন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ