রাবি(রাজশাহী): রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহিংসতায় গুরুতর আহত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আখতারুজ্জামান রাজিব খানকে নিজ বিভাগের পক্ষ থেকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিভাগের ১২৩ নম্বর কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে রাজিবের হাতে এক লাখ ২ হজার সাত’শ টাকার চেক তুলে দেন বিভাগের সভাপতি অধ্যাপক তানভীর আহমদ।
চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিভাগের সহযোগী অধ্যাপক মশিহুর রহমান, প্রদীপ কুমার পাণ্ডে, ড. মুসতাক আহমেদ, সহকারী অধ্যাপক শাতিল সিরাজ, মাহাবুবুর রহমান রাসেল ও মাহাবুর রহমান প্রমুখ।
গত ২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের বর্ধিত ফি বাতিল ও সান্ধ্যকোর্স বন্ধের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ ও পুলিশ। এতে ২০ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। আহতের মধ্যে রাজিবের চোখে র্ছরা গুলি লাগে।
গুলিতে তার ডান চোখ নষ্ট হয়ে গেছে। চোখের চিকিৎসার জন্যে আগামী সোমবার ভারতে যাচ্ছেন রাজিব। চিকিৎসার জন্য ৬ থেকে ৭ লাখ টাকা লাগতে পারে জানান রাজিব।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৪