ময়মনসিংহ : নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে আন্তঃস্কুল বির্তক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোবার বিকেলে জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে শহরের মহাখালী গার্লস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ বির্তক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শহরতলীর আমলীতলা উচ্চ বিদ্যালয় ও জেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মল্লিকা খাতুন। জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি এড.নজরুল ইসলাম চুন্নুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মছিরুন নেছা, মহাখালী গার্লস স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি এড.সাদিক হোসেন, প্রিন্সিপাল আলহাজ্ব জিয়াউদ্দিন শাকির।
আলোচক হিসেবে ছিলেন নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এড.শিব্বির আহম্মেদ লিটন, সাধারণ সম্পাদক অধ্যাপিকা লীলা রায়, সদস্য এড. আব্দুল মোতালেব লাল, স্বাবলম্বী উন্নয়ন সমিতির সমন্বয়ক মনোয়ারুল ইসলাম সেলিম।
পরে চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হবার গৌরব অর্জন করে আমলীতলা উচ্চ বিদ্যালয়। এতে সেরা বক্তা নির্বাচিত হয় আমলীতলা উচ্চ বিদ্যালয়ের দলনেতা উম্মে মেহবুবা।
‘সামাজিক সচেতনতাই পারে বাল্য বিয়ে রোধ করতে’ র্শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় বিচারক ছিলেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যাপক মফিজুন নূর খোকা, কেবি কলেজের অধ্যাপক ভাস্কার সেন গুপ্ত, শিক্ষিকা রেহানা আক্তার ডলি প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৪