ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুবির শিক্ষক সমিতির নির্বাচন মঙ্গলবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৪
খুবির শিক্ষক সমিতির নির্বাচন মঙ্গলবার

খুলনা: দীর্ঘ চার বছর পর খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মঙ্গলবার দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

এক বছর পর পর এ নির্বাচন আয়োজনের নিয়ম থাকলেও নানা করণে তা সম্ভব হয়নি।  

শিক্ষক সমিতি সূত্র জানায়, এ নির্বাচনে ১৩ পদের বিপরীতে প্রার্থী ৫২ জন। মোট ভোটার সংখ্যা ৩৩২ জন। নির্বাচনে চারটি উপদল ভিন্ন ভিন্ন প্যানেলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

এরমধ্যে সরকারপন্থী স্বাধীনতা শিক্ষক পরিষদের প্যানেলে সভাপতি পদে অধ্যাপক আহমেদ আহসানুজ্জামান ও সাধারণ সম্পাদক পদে অধ্যাপক সারওয়ার জাহান এবং বঙ্গবন্ধু পরিষদের প্যানেলের সভাপতি পদে অধ্যাপক মোস্তফা সরোয়ার ও সাধারণ সম্পাদক পদে রুবেল আনছার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে বিরোধী জোটপন্থী ন্যাশনালিস্ট টিচারস এসোসিয়েশন (এনটিএ) এর প্যানেলে সভাপতি পদে অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক পদে মো. খসরুল আলম এবং সাদা দলের প্যানেলে সভাপতি পদে অধ্যাপক পদে মে. আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক পদে এআরএম মোস্তাফিজার রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ