ঢাকা: উচ্চশিক্ষা ব্যবস্থাপনা ও শিক্ষাদান প্রক্রিয়ার উৎকর্ষতার ওপর গুরুত্ব আরোপ করেছেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষক এবং গবেষকরা।
জ্ঞান চর্চার স্বাধীনতায় প্রতিবন্ধকতামুক্ত পরিবেশ শিক্ষকদের জন্য নিশ্চিত করা দরকার বলেও অভিমত দেন তারা।
বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান ধরে রাখা এবং শিক্ষকদের শিক্ষাদান প্রক্রিয়ার উৎকর্ষতা ঘটাতে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ নিয়মিতভাবে বিষয়ভিত্তিক সেমিনারের আয়োজন করে থাকে। তারই ধারাবহিকতায় শনিবার ‘একাডেমিক ফ্রিডম ও দায়বদ্ধতা, উচ্চশিক্ষা ব্যবস্থাপনা এবং নৈতিকতা ও নৈতিকতার দ্বিধাদ্বন্দ্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক এ এম এম হামিদুর রহমান ‘একাডেমিক ফ্রিডম ও দায়বদ্ধতা’ বিষয়ে আলোচনার সূত্রপাত করে বলেন, সত্যিকারের জ্ঞান অর্জন, জ্ঞান সৃষ্টি এবং সেই জ্ঞান শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে স্বাধীনতা একটি মৌলিক প্রয়োজনীয়তা। সুতরাং জ্ঞান চর্চা জগতটির স্বাধীনতায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দিক থেকে সব ধরনের প্রতিবন্ধকতামুক্ত পরিবেশ শিক্ষকদের জন্য নিশ্চিত করা দরকার।
জনস্বাস্থ্য ও গবেষণা বিভাগের অধ্যাপক ডক্টর হারুন-অর রশিদ ‘উচ্চশিক্ষা ব্যবস্থাপনা’ বিষয়ে বলেন, উচ্চশিক্ষা প্রদানের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনাকে পেশাদারি ধারায় গড়ে তোলা এবং সেই একই প্রক্রিয়ায় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত উৎকর্ষতা বিধানের নীতি সঠিকভাবে থাকা দরকার।
সেমিনারে নৈতিকতা ও নৈতিকতার দ্বিধাদ্বন্দ্ব নিয়ে আলোচনায় সাংবাদিকতা, যোগাযোগ এবং মিডিয়া স্টাডিজ বিভাগের উপদেষ্টা সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, মানব জীবনই হলো নৈতিকতার অনুসরণ ও অনৈতিকতার সংজ্ঞা নির্ধারণে দ্বিধাদ্বন্দ্বে ভোগা জীবন। তবে সব মানুষেরই এ সব দ্বিধা ছাড়িয়ে সঠিক নৈতিকতার পথ অনুসরণ সাপেক্ষে একটি সুস্থ্ সমাজধারা গড়ে তোলার জন্য কাজ করার পদক্ষেপ গ্রহণ জরুরি।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এসইউবি’র বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি ডাক্তার এ এম শামীম।
আরো উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এবং এসইউবি’র উপদেষ্টা অধ্যাপক ড. এস এম এ ফয়েজ।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৪