ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট কমাতে অনার্স ও মাস্টার্স পর্যায়ে একক পরীক্ষক পদ্ধতি প্রবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্দান্ত নেওয়া হয় বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু’জন পরীক্ষক থাকলেও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে একক পরীক্ষক রয়েছেন।
সভায় সভাপতিত্বে করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন-অর-রশিদ।
এছাড়াও সভায় ১৩ জনকে এমফিল ও ৮ জন গবেষককে পিএইচডি ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমকে বিস্তৃত ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে এখন থেকে ৭ সপ্তাহের পরিবর্তে ৪ সপ্তাহ করা হবে। এতে বছরে একাধিক বিষয় ও বহুসংখ্যক শিক্ষক প্রশিক্ষণের সুযোগ পাবেন।
একাডেমিক কার্যক্রম কিভাবে মনিটর ও শিক্ষার মান্নোনয়নের বিষয়টির উপর বিশদ আলোচনা করা হয় এবং এ ব্যাপারে পরবর্তী একাডেমিক কাউন্সিলে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, সকল ডিন, রেজিস্ট্রার, কলেজ পরিদর্শক, লাইব্রেরিয়ান ও পরীক্ষা নিয়ন্ত্রকসহ একাডেমিক কাউন্সিলের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুসহ শাহাদত বরণকারীদের শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৪