ঢাকা: সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে গুণগতমান বৃদ্ধির মাধ্যমে র্যাংকিং ঠিক রাখতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রতিনিধিদের উপস্থিতিতে শিক্ষামন্ত্রী একথা বলেন।
বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান নিশ্চিতকরণে ‘লাউঞ্চিং সিরিমনি অব কোয়ালিটি অ্যাসুরেন্স মেকানিজম ইন ইউনিভার্সিটিজ’ শীর্ষক এই সেমিনারের
আয়োজন করা হয়।
গুণগতমান বৃদ্ধি করাই একমাত্র চ্যালেঞ্জ উল্লেখ নাহিদ বলেন, প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে একটি সেল গঠন করে মনিটরিং করা হবে।
বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষা-গবেষণার উপর জোর দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সরকারি-বেসরকারি ব্যাপার নয়, ভালো কাজ দিয়েই সবাইকে র্যাংকিং ঠিক করতে হবে।
সরকারের তৎপরতায় আগের তুলনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অনেক ভালো অবস্থায় এসেছে বলেও দাবি করেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, আমরা দায়িত্ব নেওয়ার সময় মাত্র ২/৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসির) শর্ত পূরণ করেছিল। অন্য
বিশ্ববিদ্যালয়গুলোর উদ্দেশ ছিল বাণিজ্য করা, তারা অর্থ কামানোতে ব্যস্ত থাকতো। আর তারা অনেক ক্ষমতাশালী ছিল।
মন্ত্রী বলেন, ২০১০ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন করার পর বর্তমানে ২৮টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় তাদের শর্ত পূরণ করেছে। বাকি ১২টি বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব ক্যাম্পাসে যাওয়ার অপেক্ষায় রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ও গবেষণার প্রতি অনেক আগ্রহী জানিয়ে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম গবেষণার জন্য দাতা সংস্থাগুলোকে এখাতে এগিয়ে আসার আহ্বান জানান।
অননুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিলেও আদালতের স্থগিতাদেশ কার্যকর হয় না জানিয়ে অনুষ্ঠানের সভাপতি ইউজিসি চেয়ারম্যান একে আজাদ চৌধুরী এ ব্যাপারে শিক্ষামন্ত্রীকে ব্যবস্থা গ্রহণের দৃষ্টি আকর্ষণ করেন।
অনুষ্ঠানে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ডিরেক্টর জোহানেস জাট বলেন, বাংলাদেশ দারিদ্র্যদের শিক্ষার ক্ষেত্রে পাইওনিয়ার হিসেবে কাজ করছে।
শিক্ষাখাতে সংস্থার পক্ষ থেকে সহায়তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এ বিশ্বব্যাংক প্রতিনিধি।
অনুষ্ঠানে ইউজসি সদস্য মহিবুর রহমান, ইউসিজির কোয়ালিটি অ্যাসুরেন্স ইউনিটের প্রধান মেজবাউদ্দিন আহমেদ, উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৪, আপডেট: ১৫৫৯ ঘণ্টা,