ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবির প্রথম বর্ষে ১০১ আসন বৃদ্ধি

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৪
রাবির প্রথম বর্ষে ১০১ আসন বৃদ্ধি

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তিতে এ বছর ১০১টি আসন বৃদ্ধি করা হয়েছে। নতুন দুটি বিভাগসহ বেশ কয়েকটি বিভাগের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আসন সংখ্যা বাড়ানো হয়েছে।



এনিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে মোট আসন সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৮২৮টি। গত বছর মোট ৩ হাজার ৭২৭ জন শিক্ষার্থী প্রথম বর্ষে ভর্তির সুযোগ পেয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপকমিটির সদস্য সচিব উপ রেজিস্ট্রার এ এইচএম আসলাম হোসেন বুধবার বিকেলে বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এ বছর নতুন বিশ্ববিদ্যালয়ে দুটি বিভাগ চালু হয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ৩০ জন এবং ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগে ৪০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

এছাড়া কৃষি অনুষদভুক্ত ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগে ৬টি, এগ্রোনমি বিভাগে ৬টি, এনিমেল হাজবেন্ড্রি অ্যান্ড ভেটরিনারি সায়েন্স বিভাগে ৫টি, উদ্ভিদ বিজ্ঞান বিভাগে ৮টি, ভাষা বিভাগে ৩টি এবং ভূগোল ও পরিবেশবিদ্যা, মনোবিজ্ঞান, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন বিভাগে একটি করে আসন বাড়ানো হয়েছে।

এছাড়া আইন বিভাগের ৫০টি আসন বাড়ানোর একটি আবেদন পরবর্তী একাডেমিক কমিটির সভায় পাশ হতে পারে বলে সংশ্লিষ্ট দপ্তরের নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে।

এদিকে দুপুর থেকে রাবির ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী শিক্ষার্থীরা এসময়ের মধ্যে টেলিটক মোবাইল ফোন থেকে ক্ষুদে বার্তার মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করতে পারবেন।

এবারও প্রতিটি ইউনিটে আবেদন ফি ন্যূনতম ২৫০ টাকা। এর সঙ্গে প্রতিটি বিভাগের জন্য ৫০ টাকা ধরে ইউনিট ফি নির্ধারণ করা হয়েছে।

এক্ষেত্রে ইউনিট ভিত্তিক নির্ধারিত ফি হচ্ছে ‘এ’ ইউনিট (কলা অনুষদ) ৭৭০ টাকা, ‘বি’ ইউনিট (আইন অনুষদ) ২৭৫ টাকা, ‘সি’ ইউনিট (বিজ্ঞান অনুষদ) ৬৬০ টাকা, ‘ডি’ ইউনিট (বাণিজ্য অনুষদ) ৪৪০ টাকা, ‘ই’ ইউনিট (সামাজিত বিজ্ঞান অনুষদ) ৭১৫ টাকা, ‘এফ’ ইউনিট (জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ) ৫৫০ টাকা, ‘জি’ ইউনিট (কৃষি অনুষদ) ৪৪০ টাকা ও ‘এইচ’ ইউনিট (প্রকৌশল অনুষদ) ৪৯৫ টাকা।

ভর্তি পরীক্ষা আগামী ১৯ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও আসন বিন্যাসসহ সংশ্লিষ্ট তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.ru.ac.bd) থেকে জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।