ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থবর্ষ পরীক্ষার প্রবেশপত্র প্রথমবারের মত ডিজিটাল স্বাক্ষরসহ ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে। যে কোন পরীক্ষার্থী অনলাইন থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।
বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ব্যবস্থার ফলে শিক্ষার্থীদের প্রবেশপত্র সংগ্রহের ভোগান্তি আর থাকবে না। দূর-দূরান্তের কলেজ কর্তৃপক্ষকেও আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাস থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে না। এর ফলে সময় ও অর্থের অপচয় রোধ হবে।
এ পদক্ষেপ জাতীয় বিশ্ববিদ্যালয় ডিজিটাল কর্মসূচি বাস্তবায়নের অংশ।
প্রবেশপত্র সংগ্রহ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nubd.info/admit) থেকে জানা যাবে।
মাস্টার্স প্রথমপর্বের ফল প্রকাশ
জতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১১ সালের মাস্টার্স প্রথমপর্ব পরীক্ষার ফলাফল মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। বিগত ১১ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nu.edu.bd এবং www.nubd.info তে বিস্তারিত ফলাফল পাওয়া যাবে।
পরীক্ষায় দেশের মোট ৬৭টি কলেজের ৪৫ হাজার ৫৫৩ পরীক্ষার্থী ২৯টি বিষয়ে মোট ৪৬টি কেন্দ্রে অংশগ্রহণ করে।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৪