ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

র‌্যাগিংয়ের শিকার হয়ে হাসপাতালে ঢাবি শিক্ষার্থী

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৪
র‌্যাগিংয়ের শিকার হয়ে হাসপাতালে ঢাবি শিক্ষার্থী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা বিশ্ববিদ্যালয়: র‌্যাগিংয়ের শিকার হয়ে মারাত্মক আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের প্রথম বর্ষের এক শিক্ষার্থী। বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ র‌্যাগিংয়ের ঘটনা ঘটে।



আহত শিক্ষার্থীর নাম আল-আমিন। তাকে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

আহত শিক্ষার্থীর বড় ভাই বাংলানিউজকে জানান, তার অবস্থা খুবই সঙ্কটাপন্ন। ইতোমধ্যে কয়েকবার বমিও হয়েছে।

আহত শিক্ষার্থীকে দেখতে ঢামেকে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রক্টর অধ্যাপক এ এম আমজাদসহ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক।

রাত সোয়া তিনটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভিসির পরামর্শে ওই শিক্ষার্থীকে আইসিইউতে ভর্তি করা হয়।

ছাত্রলীগ মুহসীন হল শাখার কতিপয় কর্মী এ র‌্যাগিংয়ের সঙ্গে জড়িত বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ০৪৩২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ