ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবির তিন ছাত্রলীগ নেতাকর্মীকে বহিষ্কার

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৪
রাবির তিন ছাত্রলীগ নেতাকর্মীকে বহিষ্কার ছবি: ফাইল ফটো

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী ও দুই কর্মচারীকে মারধরের ঘটনায় জড়িত থাকার দায়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তিন নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার কর‍া হয়েছে।

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বহিষ্কৃতরা হলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদ্য অব্যাহতি পাওয়া সাধারণ সম্পাদক ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এসএম তৌহিদ আল হোসেন তুহিন, সহসভাপতি ও ফিশারিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী তন্ময় আনন্দ অভি এবং ছাত্রলীগ কর্মী ও একই বিভাগের শিক্ষার্থী মামুন-অর-রশিদ।

বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী তাদের চূড়ান্ত বহিষ্কারের বিষয়টি প্রক্রিয়াধীন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
   
এদিকে, জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। শনিবার সকাল ১০টার দিকে এসব কর্মসূচি পালন করা হয়।    

অপরদিকে, প্রধান প্রকৌলশী ও দুই কর্মচারীকে মারধরের ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে শনিবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-২ এ তালা ঝুঁলিয়ে দিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় তারা ভবনের সামনে বিক্ষোভ শেষে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১ এর সামনে প্রতিবাদ সমাবেশ করে।

একই ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে তিনদিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি। কর্মসূচির মধ্যে রয়েছে, রোববার প্রশাসন ভবনের সামনে সমাবেশ এবং শনিবার থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত কালো ব্যাজ ধারণ।

গত বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সিরাজুম মুনীরকে মারধর করেন ছাত্রলীগের তিন নেতাকর্মী। এ ঘটনায় শুক্রবার তুহিনকে সম্পাদকের পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ