ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষে ভর্তির জন্য প্রতি আসনের বিপরীতে আবেদন করেছেন ৪৫.৭৫ জন ভর্তিচ্ছু। ৫টি ইউনিটের সর্বমোট ৬ হাজার ৫৮২টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩ লাখ ১ হাজার ১৩৮ জন।
রোববার দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে আবেদন প্রক্রিয়া সমাপ্ত ঘোষণা করে এ তথ্য জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
উপাচার্য জানান, বিজ্ঞান অনুষদের অধীন ‘ক’ ইউনিটের ১ হাজার ৬৪০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৮১ হাজার ৯৪৮ জন। প্রতি আসনের বিপরীতে লড়বেন ৫০ জন।
কলা ও সামাজিক বিজ্ঞান বিজ্ঞান অনুষদের অধীন ‘খ’ ইউনিটে ২ হাজার ২২১ আসনের বিপরীতে আবেদন করেছেন ৪২ হাজার ৪১৭ জন। প্রতি আসনে লড়বে ২০ জন।
বাণিজ্য অনুষদের অধীন ‘গ’ ইউনিটে ১ হাজার ১৭০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৪৯ হাজার ৯৭৬ জন। প্রতি আসনে লড়বেন ৫০ জন।
চারুকলা অনুষদের অধীন ‘চ’ ইউনিটে ১৩৫ আসনের বিপরীতে আবেদন করেছেন ১৪ হাজার ৭৫৫ জন। প্রতি আসনে লড়বে ১০৯ জন।
বিভাগ পরিবর্তনকারী ‘ঘ’ ইউনিটে ১ হাজার ৪১৬ আসনের বিপরীতে আবেদন করেছেন সর্বাধিক ১ লাখ ১২ হাজার ৪২ জন ভর্তিচ্ছু। এ বিভাগে আসন প্রতি লড়বেন ১০৯ জন ভর্তিচ্ছু।
‘ঘ’ ইউনিটে ভর্তি নিশ্চিত করতে সবচেয়ে বেশি বেগ পেতে হবে মানবিক বিভাগের শিক্ষার্থীদের। তাদের জন্য নির্ধারিত ৪৮ আসনের বিপরীতে আবেদন পড়েছে ২০ হাজার ৪৭৭ টি। প্রতি আসনে লড়বেন ৪২৭ জন।
বিজ্ঞান বিভাগের জন্য নির্ধারিত ১ হাজার ২৪ আসনের বিপরীতে আবেদন পড়েছে ৫৫ হাজার ১৯৫টি। প্রতি আসনের বিপরীতে রয়েছেন ৩৭ জন।
বানিজ্য বিভাগের জন্য নির্ধারিত ৩৪৪টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩৫ হাজার ৯৯৩টি। প্রতি আসনের বিপরীতে লড়বেন ১০৫জন।
উল্লেখ্য, পুর্বনির্ধারিত তারিখ অনুযায়ী ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১২ সেপ্টেম্বর, ‘খ’ ইউনিটে ১৯ সেপ্টেম্বর, ‘গ’ ইউনিটে ৫ সেপ্টেম্বর, ‘ঘ’ ইউনিটে ২৬ সেপ্টেম্বর এবং ‘চ’ ইউনিটে ১৩ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৪