রাবি: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার ক্যাম্পাসে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
সকাল সাড়ে ৯টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. রফিকুল আলম বেগ।
এরপর সকাল ১০টায় ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য শেভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান সড়ক ও নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের চত্বরে গিয়ে শেষ হয়।
সাড়ে ১০টায় প্রশাসনিক ভবন চত্বরে শুরু হয় দিনব্যাপী প্রজেক্ট প্রদর্শনী এবং প্রোগ্রামিং কনটেস্ট। বিকেলে কেন্দ্রীয় মাঠে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ ও আলোচনা সভা। সন্ধ্যায় কেন্দ্রীয় অডিটোরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১৯৬৪ সালের ডিসেম্বরে ১২২ জন শিক্ষার্থী নিয়ে রাজশাহী প্রকৌশল মহাবিদ্যালয় নামে এ প্রতিষ্ঠানটির যাত্রা শুরু। প্রতিষ্ঠার সময় এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রকৌশল অনুষদ হিসেবে ছিল।
১৯৮৬ সালে এটি বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজিতে (বিআইটি) রূপান্তরিত হয়। ২০০৩ সালের ১ সেপ্টেম্বর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৪