ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

যবিপ্রবির ১ম বর্ষে ভর্তি শুরু ৩ সেপ্টেম্বর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৪
যবিপ্রবির ১ম বর্ষে ভর্তি শুরু ৩ সেপ্টেম্বর

যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান/ইঞ্জিনিয়ারিং) প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে ৩ সেপ্টেম্বর।

এ কার্যক্রম চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।



মএ সময়ের মধ্যে অনলাইনে আবেদন পত্র গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার যবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা হায়াতুজ্জামান মুকুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো জানানো হয়েছে, আবেদন পত্র গ্রহণ শেষে ৬ ও ৭ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৬ নভেম্বর সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত সি ইউনিট, দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত ডি ইউনিট ও বিকেল ৩টা থেকে ৪টা ১০ মিনিট পর্যন্ত ই ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৭ নভেম্বর সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ ইউনিট ও বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য যবিপ্রবির ওয়েব সাইটে (admission@just.edu.bd) পাওয়া যাবে। এছাড়া ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্যের জানতে শিক্ষার্থীদের ০১৭৪১-৯৬৬৭১৮, ০১৭৪১-৯৬৬৭১৭ ও ০১৭৪১-৯৬৬৭১৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।