সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নিয়াজ আহমেদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও মৌন মিছিল করেছেন বিভাগীয় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
মানববন্ধন থেকে একই বিভাগের শিক্ষার্থী হামলাকারী ওয়েস আহমেদের বিচার না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।
মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে মৌন মিছিল বের করা হয়। মৌন মিছিলটি কেন্দ্রীয় গ্রন্থাগার ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে এসে সমাবেশে মিলিত হয়।
এসময় বক্তারা হামলাকারী ওয়েস আহমেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা দাবি করেন।
বিভাগের সহকারী অধ্যাপক আবুল কাশেমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্যে রাখেন, ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ইসমাঈল হোসেন, অধ্যাপক ড. তুলসী কুমার দাস ও মাষ্টার্স ২য় সেমিষ্টারের শিক্ষার্থী সুব্রত দাশ।
পরে সুষ্ঠু ও পূর্ণাঙ্গ তদন্ত সাপেক্ষে হামলাকারী ওয়েস আহমদের প্রাপ্ত সনদ বাতিলসহ তাকে আজীবন বহিষ্কার, রাষ্ট্রীয় প্রচলিত আইন মোতাবেক হত্যা চেষ্টাকারীর সর্বোচ্চ শাস্তি বিধান ও ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভাগে অনির্দিষ্টকালের জন্য সকল ক্লাস পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়াকে স্মারকলিপি দেওয়া হয়।
ক্লাস,পরিক্ষা বর্জনের তথ্য নিশ্চিত করে সমাজকর্ম বিভাগের ভারপ্রাপ্ত প্রধান অধ্যাপক ড. ইসমাইল হোসেন বাংলানিউজকে বলেন, ‘আমরা ভিসি বরাবর স্মারকলিপি দিয়েছি, ক্লাস,পরীক্ষা না হলেও হামলাকারীর সুষ্ঠু বিচার হওয়ার আগ পর্যন্ত বুধবার থেকে বিভাগের সামনে প্রতিকী অবস্থান কর্মসূচি পালন করা হবে।
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৪