ফেনী: ফেনীতে ৪৮৮ শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে জেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন।
শুক্রবার ফেনী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ এনামুল হক।
অ্যাসোসিয়েশনের সভাপতি রোটারিয়ান এম. মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী রিপোটার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, সোনাগাজী উপজেলা শিক্ষা অফিসার মহি উদ্দিন, ফুলগাজী উপজেলা শিক্ষা অফিসার মো. মাহফুজুর রহমান, স্টার লাইন গ্রুপের পরিচালক মাঈন উদ্দিন, ফেনী জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য বাহার উদ্দিন বাহার প্রমুখ।
দুই পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার এবং দ্বিতীয় পর্বে ফেনী সদর উপজেলার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ, সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।
অ্যাসোসিয়েশনের সেক্রেটারি প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন বাংলানিউজকে জানান, ২০১৩ সালের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রায় ৭ হাজার শিক্ষার্থীর মধ্য থেকে ৪৮৮ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৪