ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এবার জবি ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৪
এবার জবি ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ৭ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে সাত পরীক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটক ওই সাত শিক্ষার্থীর প্রত্যেকের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে উত্তর পাওয়ার প্রমাণ মিলেছে।



শুক্রবার বিকেল সাড়ে ৩টায় পরীক্ষা শুরুর পর জবি ক্যাম্পাস কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

জবি প্রক্টর অফিস সূত্রে জানা যায়, পরীক্ষা কেন্দ্রে অবৈধভাবে মোবাইল ব্যবহার করায় রাজন, দিপু চন্দ্র রায়, প্রিতম, আশিকুজ্জামান, ইউসুফ, ইমরান ও আবুল হোসেন নামে সাত পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

পরে তাদেরকে প্রক্টর অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে মোবাইলে এসএমএসে উত্তর প্রদানের বিষয়টি প্রমাণিত হয়।

আটকদের দেওয়া তথ্য মতে, ঢাকা কলেজ ছাত্রলীগকর্মী রানা, জবি শিক্ষার্থী এনামুল, জবি অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সৈকত, ও রাসেল নামের এক ব্যক্তি তাদের উত্তরের এসএমএস পাঠিয়েছে।

তবে এখন পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি জবি প্রশাসন।

জবির ভারপ্রাপ্ত প্রক্টর ড. নূর মোহাম্মাদ বাংলানিউজকে বলেন, আটক ওই সাত শিক্ষার্থীকে কোতয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। প্রচলিত আইনে তাদের বিচার হবে।

আর পুলিশ তদন্ত করে প্রশ্ন জালিয়াতি এই চক্রকে খুঁজে বের করবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet