সিলেট: সমাজের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং সমাজ পরিবর্তনের একমাত্র হাতিয়ার হচ্ছে শিক্ষা। শিক্ষা ছাড়া সমাজের পরিবর্তন সম্ভব নয়।
শনিবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) এক অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (বিমক) ও রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেডের অর্থায়নে শাবিপ্রবি-এর রিসার্চ সেন্টার ‘মাল্টি ডিসিপ্লিনারি রিসার্চ ফাইন্ডিংস’ শীর্ষক এই কনফারেন্সের আয়োজন করে।
প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাজ হচ্ছে নতুন জ্ঞান সৃষ্টি করা। একটি কলেজের এবং বিশ্ববিদ্যালয়ের
পার্থক্য সেখানেই। আর এ শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজকে পরিবর্তন করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. কবির হোসেনের সভাপতিত্বে কনফারেন্সে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পূবালী ব্যাংকের নির্বাহী পরিচালক হেলাল আহমেদ চৌধুরী, শাবিপ্রবির সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামাল আহমেদ চৌধুরী প্রমুখ ।
গবেষণায় বিশেষ অবদানের জন্য বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. মো. রফিকুল ইসলামকে উপাচার্য অ্যাওয়াড-২০১৩ দেওয়া হয়।
সংশ্লিস্টরা জানান, কনফারেন্সে বিশ্ববিদ্যালয়ের ৭টি অনুষদের বিভিন্ন বিভাগ থেকে ৫৫টি গবেষণা প্রস্তাব জমা হয়। এরমধ্যে দুটি টেকনিক্যাল সেশনে ৩৭টি গবেষণা প্রস্তাব সম্মেলনে উপস্থাপন করা হয়।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৪