ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রাথমিক শিক্ষা শেষ করে ৮০ ভাগ শিশু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৪
প্রাথমিক শিক্ষা শেষ করে ৮০ ভাগ শিশু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশের অগ্রগতি প্রতিবেদন-২০১৩ পর্যালোচনা করে দেখা গেছে, দেশে বর্তমানে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে ৮০ দশমিক ৫ ভাগ শিশু।

রোববার সকালে নগরীর পরিকল্পনা কমিশনে এনইসি-২ সম্মেলন কক্ষে ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যসমূহ অর্জন: বাংলাদেশের অগ্রগতি ৭ম প্রতিবেদন-২০১৩’ সার সংক্ষেপ প্রকাশের সময় সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য ড. শামসুল আলম এ তথ্য জানান।



মূল প্রতিবেদন উপস্থানকালে তিনি জানান, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি পেয়েছে। প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে পরিচয় করিয়ে দিতে প্রি-স্কুল কার্যক্রম চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। ’

‘প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ভর্তির হার ৯৭ দশমিক ৩ ভাগ। এদের মধ্যে বালকদের ভর্তির হার ৯৬ দশমিক ২ এবং বালিকাদের ৯৮ দশমিক ২।

এ সময় আরো উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, পরিকল্পনা সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি পলিন টমাসিচ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।