ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে পরীক্ষার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৪
বাকৃবিতে পরীক্ষার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সেমিস্টার ফাইনাল পরীক্ষা অবিলম্বে শুরুর দাবিতে মানববন্ধন করেছে দ্বিতীয় বর্ষের (লেভেল-২ সেমিস্টার-১) শিক্ষার্থীরা।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের বিজয়’৭১ এর সামনের সড়কে মানববন্ধন করে বিভিন্ন অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা।



মানববন্ধনে শিক্ষার্থীরা জানায়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতার কারণে তারা সেশনজটের সন্মুখীন হচ্ছে। এছাড়া অতিরিক্ত সেমিস্টার ফি নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে এবং সেইসঙ্গে লেভেল-২ এর শিক্ষার্থীদের বহিষ্কারসহ বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডিন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মেসবাউদ্দিন আহমেদ বাংলানিউজকে বলেন, পরীক্ষা নিতে আমাদের কোনো আপত্তি নেই। ফরম পূরণ করার পরেই কেবল তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

পবিত্র রমজান ও ঈদুল ফিতরের বন্ধ শেষে বিশ্ববিদ্যালয় চালুর পর সব অনুষদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হলেও এখন পর্যন্ত ফরম পূরণই করতে পারেনি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।