ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবিতে ইভটিজিংকে কেন্দ্র করে সংঘর্ষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৪
জবিতে ইভটিজিংকে কেন্দ্র করে সংঘর্ষ

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ইভটিজিংকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই জন আহত হয়েছেন।



রোববার  বিকেলে বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের নিচ তলায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী সাব্বির তার বান্ধবীকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে রাখা পরিবহনে বসে চা খাচ্ছিলেন। এ সময় একই বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী বাঁধন সাব্বিরের  বান্ধবীকে উদ্দেশ্য করে টিজ করতে থাকে।

পরে সাব্বির এসে এর প্রতিবাদ করলে তাকে চড় থাপ্পর মারতে থাকে বাঁধন। খবর শুনে সাব্বিরের বন্ধুরা বাঁধনকে নতুন ভবনের নিচে পেয়ে মারধর করে।

এর পরপরই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ-সম্পাদক ও বিভাগের ৫ম ব্যাচের  শিক্ষার্থী সৈয়দ শাকিল ইভটিজারের পক্ষ নিয়ে সাব্বিরের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে সাব্বির আহত হন।

পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি এফ. এম. শরিফুল ইসলাম ঘটনাটি মিমাংসা করেন।

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নূর মোহাম্মদের সঙ্গে যোগাযোগ করা হলে তার মুটোফোনটি বন্ধ পাওয়া যায়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি এফ. এম. শরিফুল ইসলাম বলেন, ঘটনার সাথে জড়িতদের পরিচয়পত্র ফটোকপি করে প্রক্টর অফিসে জমা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।